আন্তর্জাতিক ডেস্ক : ২৭ বাংলাদেশিকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর । বাংলাদেশ থেকে সিঙ্গাপুর অবসহান করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গী হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। আটককৃতদের বাংলাদেশেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানা গেছে।
সিঙ্গাপুর পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের একাত্তর টেলিভিশন জানায় আটককৃতদের মধ্যে কয়েকজন ইতিপুর্বে বিভিন্ন দেশে জঙ্গী তৎপরতায় জড়িত ছিল।