News71.com
 International
 13 Jan 16, 07:10 AM
 1296           
 0
 13 Jan 16, 07:10 AM

আন্তর্জাতিক চাপে জঙ্গিবাদের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ: জয়েশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আ

আন্তর্জাতিক চাপে জঙ্গিবাদের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ: জয়েশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আ
নিউজ ডেস্ক :অবশেষে ভারতসহ আন্তজাতিক মহলের চাপে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে যাচ্ছে পাকিস্তান।আজ দুপুরে দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সভাপতিত্বে এক উচ্চ পরযায়ের বৈঠকে আজ দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন  জযেশ  ই মোহাম্মদের সব অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।এছাড়াও পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্তের অংশ হিসেবে জয়েশ-ই মোহাম্মদের নেতা মোহাম্মদ মাসুদ আজাহার সহ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভি বুধবার এখবরটি নিশ্চিত করা হয়েছে।

সরকারী সুত্রের বরাত দিয়ে পাকিস্তান টেলিভিশন আরও জানায় পাকিস্তানে অভ্যন্তরে তদন্তের পাশাপাশি হামলার ঘটনার অধিকতর তদন্ত করার জন্য পাকিস্তানী তদন্তকারী দল জে আই (Joint Interrogation Team-JTI) কে ভারতের পাঠানকোটেও পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য গত ২রা জানুয়ারি পাকিস্তান সীমান্তের অদূরে ভারতের অভ্যন্তরে ঢুকে পাঠানকোটে ভারতীয় বিমানবাহীনীর ঘাঁটিতে একদল বন্দুকধারী জঙ্গি হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করে।

ভারত দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল কাশ্মীর-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন জয়েশ-ই মোহম্মদকে পাকিস্তান সমর্থন। অবশ্য পাকিস্তান ভারতের এই অভিযোগ করলেও পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। কিন্ত এবার খোদ পাকিস্তান জযেশ-ই-মোহাম্মদের সকল অফিস বন্ধ করে ও জঙ্গিনেতা মাসুদ আজাহার সহ কয়েকজনকে আটক করে প্রমান করল তার দেশে জয়েশ-ই-মোহাম্মদ বহাল তবিযতে কাজ করছে।

উল্লেখ্য ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান কে জানিয়ে দেওয়া হয়েছে জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে তারা আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানি ইসলামাবাদে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন