News71.com
 International
 21 Jan 16, 01:00 AM
 1027           
 0
 21 Jan 16, 01:00 AM

শিয়া নেতাকে হত্যায় উত্তাল মধ্যপ্রাচ্য ।। সৌদিআরব ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা

শিয়া নেতাকে হত্যায় উত্তাল মধ্যপ্রাচ্য ।। সৌদিআরব ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দুটি ক্ষমতাধর দেশের মধ্যে এক শিয়া আলেমের মৃত্যুদন্ড কার্যকর করার পর যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে। যদিও ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা সৌদির সাথে কোন প্রকার সামরিক সংঘাতে জড়াতে চান না । কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে সংকট সমাধানের ব্যাপারে আশাবাদী তেহরান। দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকলেও ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক সংঘাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি সরকার দেশটির একজন শিয়া আলেম শেখ নিমর আল-নিমরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়ার পর দুটি শক্তিধর প্রতিবেশী দেশ ইরান ও সৌদিআরবের মধ্যে সম্পর্কের চরম টানাপড়েন সৃষ্টি হয়। শিয়া আলেমের মৃত্যুর খবরে তোলপাড় হয় গোটা ইরান। বিক্ষুব্ধ ইরানি জনতা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। পরিপ্রেক্ষিতে সৌদি সরকার ইরানের সাথে সকল প্রকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।

এদিকে গতকাল বুধবার ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেন, " ইরানের সাথে সৌদি আরবের কোন যুদ্ধ হবেনা ।আমি মনে করি সংঘাতে কারো স্বার্থই হাসিল হবে না।" তিনি আরও বলেন "শুধু সৌদি আরব নয় ইরানের কাছ থেকে কোনো প্রতিবেশী কোনো হুমকিতে নেই…এবং আমরা আমাদের প্রতিবেশীদের আস্থা বৃদ্ধির পদক্ষেপ নেয়ার জন্য আমরা প্রস্তুত।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন