আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বলেছে, দেশটির প্রজাতন্ত্র দিবসের আগে হামলা চালাতে পারে বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। গত ১৫ জানুয়ারি, শুক্রবার বাংলাদেশ থেকে করা একটি টেলিফোন আলাপের কথোপকথনকে ডিকোড করে তারা বিষয়টি জানতে পেরেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ভারতের বহুল প্রচলিত ইংরেজি সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার এ খবর প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়ার এ খবরে বলা হয়েছে একটি বিশেষ নম্বর থেকে ভারতীয় সন্দেহজনক নম্বরে দুবার ফোন আসে।
ফোন কল ডিকোড করে যানা যায় ফোনের অপরপ্রান্ত থেকে হিন্দিতে বলা হয়, "ডক্টর মেডিসিন লেকার জায়েগা’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ডাক্তার ওষুধ নিয়ে যাবেন। এরই মধ্যে ভারতের সব রাজ্যের পুলিশ বিভাগকে ২৪টি স্থানে সম্ভাব্য বোমা ও আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশের আসনন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে স্থান গুলোতো বিশেষ নিরাপত্তা ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। গত ১৬ থেকে আগামি ২৬ জানুয়ারি পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে। উল্লেখ্য আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এর আগে সম্ভাব্য সব ধরনের হামলা এড়াতে বাড়তি সতর্ক অবস্থায় আছে ভারতের সকল আইনশৃঙ্খলা বাহিনী।