আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় শিক্ষার্থীসহ ২১ জন নিহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার এক দিনের শোক পালিত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ের এক অনষঠানে জঙ্গী হামলা চলে। গত বুধবার ওই রক্তক্ষয়ী ঘটনায় ছাত্র শিক্ষকসহ মারা যান কমপক্ষে ২১ জন। এ ঘটনার জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন কোন অবস্হাতেই সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না পাকিস্তান।