আন্তর্জাতিক ডেস্ক: ভারত-নেপাল সীমান্তে উত্তজনা বিরাজ করছে। চলতি সপ্তাহের এ সংঘর্ষে এক মহিলাসহ তিনজন নিহত হয়েছেন ।বিক্ষোভরত মাধেসিস এবং শাসক সিপিএন-ইউএমএলের যুব শাখার ক্যাডারদের মধ্যে সংঘর্ষ নিহত হয়েছে৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে মোরাং জেলা সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি ওলি৷ উল্লেখ্য গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় মোরাং জেলার রংগেলি পুরসভায় একটি বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল ইয়ুথ অ্যাসোসিয়েশন অফ নেপাল (ওয়াইএএন)৷
প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানকে পণ্ড করতে লাঠিসোটা, ছুরি, পেট্রোল বোমা নিয়ে হাজির হয় এসএলএমএম এর কর্মীরা৷ দু’পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হলে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয পুলিশ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ছুডতে হয়।এসময় শূন্যে গুলিও চালানো হয়। কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ৷
মোরাংয়ের জেলাশাসক স্বয়াম রায়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায় সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন কমপক্ষে ১০ জন৷ নিহতরা হলেন দ্রৌপদী দেবী চৌধুরী (৬০), শিবু মাঝি এবং মহাদেব ঋষি৷ আহতদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে৷