আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার বিকেল থেকে তুষার ঝড়ের আশংকা করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরের মানুষ। উল্লেখ্য শীত মওসুম শুরু হবার একমাস অতিবাহিত হলেও অদ্যাবধী নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতে এবার তুষারপাত কিংবা তুষারঝড় এখনো দেখা যায়নি। হটাৎ করে গতকাল পূর্ব উপকূলীয় আবহাওয়া অধিদপ্তর তুষারঝড়ের বার্তা দিলে পরিস্হিতি মোকাবেলায় দ্রুত প্রস্তুতি নেয়া শুরু করে যুক্তরাষ্ট্র প্রশাসন । খবর পেয়ে আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। এ ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেয় মানুষের। স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে পূর্ব উপকূলীয় আবহাওয়া অধিদপ্তর।