আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়া উপকুলে অবস্থিত একটি রেঁস্তোরায় জঙ্গি হামলা হয়েছে।।জঙ্গী সংগঠন শেবাব এ হামলা চালিয়েছে বলে জানাগেছে। হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সোমলিয়ার রাজধানী মোগাদিসুর অন্যতম প্রধান জনপ্রিয় এই রেঁস্তোরায় ঢোকার আগেই পাঁচ জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটায়। সোমালিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা আজ শুক্রবার একথা জানিয়েছে।জঙ্গিদের হামলায় নিহতদের তালিকায় কয়েকজন নারী ও শিশু রয়েছে।