নিউজ ডেস্ক : এখন থেকে আর যৌনকর্মী নয়, টাকার বিনিময়ে যৌনতা কিনলে খদ্দেরকে আটক করা হবে। আর অপরাধ প্রমানিত হলে খদ্দেরকে জরিমানা গুনতে হবে মোটা অংকের টাকা। বাংলাদেশী মুদ্রায় যা ৪ লাখ টাকার সমপরিমান । এমনই একটি অভিনব আইন পাস করেছে ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয় খবরে প্রকাশিত হবে ।
নতুন এ আইনে যারা যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেই ক্রেতা বা খদ্দেরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৩ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।
একই সঙ্গে যৌনকর্মীদের নানা সমস্যার বিষয়ে দণ্ডপ্রাপ্তদের বাধ্যতামূলক ক্লাসেও অংশ নিতে হবে।
ফ্রান্সের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্র জানিয়েছে, যৌনকর্মীরা যাতে এ পেশা ছেড়ে দেওয়ার সুযোগ পান সে কাজে সহযোগিতা করা হবে। কেননা এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হিসেবে বিবেচিত হয়।
উল্লেখ্য এখন থেকে ‘দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেওয়া হলেও, পার্লামেন্টের দুই কক্ষের ভিন্ন মতের কারণে সেটি আর আলোর মুখ দেখেনি।’ আগের আইনে এ ধরনের ঘটনায় শুধু যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন যৌনকর্মীদের বিরুদ্ধে নয়, তাদের খদ্দেরদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নতুন এ আইন পাস হওয়ায় বিক্ষোভ করেছেন ‘ভুক্তভোগী’ যৌনকর্মীরা। তাদের হাতের ব্যানারে ফরাসি ভাষায় লেখা ছিল, ‘আমি নিজেই নিজের দেখভাল করতে পারবো।’ জানাগেছে সরকারি হিসেব মতে ফ্রান্সে বর্তমানে ৩০ হাজারের বেশি যৌনকর্মী রয়েছে।