আন্তর্জাতিক ডেস্কঃ পর্তুগালের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল কার্লোস জেরোমিনো গতকাল রাতে পদত্যাগ করেছেন। সমকামী সেনাদের নিয়ে সামরিক কলেজের উপ-প্রধানের মন্তব্যের ব্যাখ্যা চাওয়ার কয়েকদিন পর তিনি পদত্যাগ করলেন। উল্লেখ্য সামরিক কলেজের উপ-প্রধান অ্যান্টোনিও গ্রিলো 'অন্যদের রক্ষায়' তাদের কাছে থেকে সমকামীদের প্রত্যাহারের জন্য অভিভাবকদের পরামর্শ দেন ।
প্রেসিডেন্টের কার্যালয়ের ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোউসা জেরোমিনোর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ২০১৪ সালে জেরোমিনো চিফ অব স্টাফের দায়িত্ব গ্রহণ করেন ।সামরিক কলেজের উপ-প্রধানের ওই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে গত মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজেরেদো লোপেজ জেনারেলকে সমন পাঠান ।
লোপেজ বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ ধরনের যেকোনো বৈষম্যমূলক মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য । ১৯৯০ এর দশকের গোড়া থেকে এখন পর্যন্ত জেরোনিমোকে নিয়ে দেশটিতে ৩ জন সশস্ত্র বাহিনীর প্রধান পদত্যাগ করলেন। তার আগে ১৯৯৮ সালে লোরেইরো ডোস সান্তোস ও ২০০৩ সালে জেনারেল সিলভা ভিগাস পদত্যাগ করেন ।