News71.com
 International
 09 Apr 16, 01:09 AM
 712           
 0
 09 Apr 16, 01:09 AM

মিসরে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত ।।

মিসরে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত ।।

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সিনাই উপদ্বীপে চেকপয়েন্টে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এ হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

কয়েকজন সন্ত্রাসী চেকপয়েন্টে অতর্কিতভাবে গুলি চালালে চার সৈন্য নিহত হন। এ ঘটনার পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ সিনাইয়ে একটি রোডের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন