আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সিনাই উপদ্বীপে চেকপয়েন্টে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এ হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
কয়েকজন সন্ত্রাসী চেকপয়েন্টে অতর্কিতভাবে গুলি চালালে চার সৈন্য নিহত হন। এ ঘটনার পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ সিনাইয়ে একটি রোডের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটে।