News71.com
 International
 09 Apr 16, 01:12 AM
 676           
 0
 09 Apr 16, 01:12 AM

তুরস্কে বিয়ের জন্য পাত্রী চেয়ে বিক্ষোভ ।।

তুরস্কে বিয়ের জন্য পাত্রী চেয়ে বিক্ষোভ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের দক্ষিণে অবস্থিত উজুমলু গ্রাম । গ্রামের লোকগুলো নাকি আশপাশের গ্রামের মেয়েদের কাছে একেবারেই পছন্দ নয়, ওখানকার ছেলেদের বিয়ে করার ব্যাপারেও মেয়েরা অনাগ্রহী। এ কারণে এক বিক্ষোভ মিছিল করলো উজুমলু গ্রামের অবিবাহিত পুরুষরা। সমস্যার সমাধানের জন্য তারা দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা ।

গত নয় বছরে উজুমুলু গ্রামে কোনো বিয়ে হয়নি। ২৫-৪৫ বছর বয়সী অবিবাহিত পুরুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জনসংখ্যাও কমছে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও প্রত্যাখ্যাত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে ।

তবে উজুমুল গ্রামের বউ হতে না চাওয়ার পেছনের কারণটা পুরুষের অযোগ্যতা নয়। গ্রামটি শহর থেকে দূরে বলেই অন্য গ্রামের মেয়েরা ওই গ্রামে গিয়ে থাকতে রাজি নয়। তারা চায় শহরে বা শহরের কাছাকাছি গ্রামে থাকতে এমনটি বলছে অবিবাহিত যুবকরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন