News71.com
 International
 09 Apr 16, 06:11 AM
 697           
 0
 09 Apr 16, 06:11 AM

যুক্তরাজ্যে কন্যা সন্তানের মা হলেন টিউলিপ ।।

যুক্তরাজ্যে কন্যা সন্তানের মা হলেন টিউলিপ ।।

নিউজ ডেস্কঃ কন্যা সন্তানের মা হলেন বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। কন্যা সন্তানের  নাম রেখেছেন আজালিয়া জয় পার্সি। আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিজের ভেরিভায়েড টুইটার পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ।   

টুইট বার্তায় টিউলিপ বলেছেন, ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে আমাদের কন্যা সন্তান আজালিয়া জয় পার্সির জন্ম গ্রহণের  কথা জানাচ্ছি ।

গত বছর মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাগ্নি টিউলিপ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন