News71.com
 International
 09 Apr 16, 07:35 AM
 643           
 0
 09 Apr 16, 07:35 AM

জইশ-ই-মোহাম্মদের ৩ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনআইএ'র ।।

জইশ-ই-মোহাম্মদের ৩ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনআইএ'র ।।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় জড়িত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের তিন সদস্যের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এন.আই.এ।

জইশ-ই-মোহাম্মদের প্রধান মওলানা মাসুদ আজহার, তার ভাই আবদুল রওফ এবং আরও দুজনের বিরুদ্ধে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এন.আই.এ'র বিশেষ আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে যা ইন্টারপোলের কাছে পাঠাবে তারা।

চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়। এরপর হামলার দায় স্বীকার করে আবদুল রওফ একটি ভিডিও পোস্ট করলেও পরবর্তীতে তা মুছে ফেলে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন