আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘স্রেফ দাঙ্গা করা যাদের কাজ, তারা দেশের কল্যাণের কথা কী ভাববে । কথাবার্তায় লাগাম থাকা উচিত, নরেন্দ্র মোদি, আমি আপনার বাড়ির চাকর নই। চাকরকেও আমি সম্মান দিই, আমার ভাই-বোনদের সম্মান দিই। আপনারা তা দেন না ।
গতকাল বিকেলে আসানসোলে এক নির্বাচনি জনসভায় মমতা বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, কিন্তু কথা বলছেন আরএসএস নেতার মতো। আপনি প্রধানমন্ত্রীর চেয়ারের জন্য লজ্জা। বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন। কুচবিহারে যারা আলাদা রাজ্য গড়ার দাবি করছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ক্ষমতা থাকলে বাংলাকে ভাগ করে দেখান। সুযোগ পেলে তো দেশটাকে বিক্রি করে দেবেন ।
মমতা বলেন, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয় । বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নির্বাচনি সভায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘টিএমসি (তৃণমূল কংগ্রেস) মানে টি ফর ‘টেরর’, এম ফর ‘মওত’, সি ফর ‘করাপশন’। এই তিন থেকে আমাদের মুক্তি চাই ।
এ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমাদের পার্টিকে বলছে টেরর । আমি যদি বলি বিজেপি মানে ‘ভয়ানক জালি পার্টি’ সেটা কি ভালো শুনাবে । প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষের কামড়ানো কুকুরকে শোভা পায় ।
রেডিও বেতারে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি বলেন, ‘লোকেরা আপনার দুই বছর দেখে নিয়েছে। শুধু রেডিওতে ‘মন কি বাত’, ‘মোদি কা বাত’। আপনি কি বড় ভগবান হয়ে গেছেন যে, আপনার কথা শুনতে হবে । শুধু দাঙ্গা করা যে লোকের কাজ, সে দেশের ভালোর জন্য কী করতে পারে ।
দুর্নীতি প্রসঙ্গে মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আপনি যখন আমেরিকায় এক লাখ মানুষ নিয়ে সভা করতে যান কে তাদের খরচ দেয় । কোথা থেকে আসে সেই টাকা ।
বাংলার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনা প্রসঙ্গে মমতা বলেন, ‘আপনি বাংলার উন্নয়ন দেখতে পাচ্ছেন না। চোখের ছানি কাটিয়ে আসুন। আপনি এত মিথ্যা কথা ও কুৎসা করলেও একটিও আসন পাবেন না। আমি ছোট থেকে রাজনীতি করছি। কিন্তু এত বাজে কথা বলেন কি করে ।
গত বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো নাম উল্লেখ না করে বলেছিলেন, যারা দাঙ্গাবাজ,ভোটপাখি, তাদের একটাও ভোট দেবেন না। এবার অবশ্য সরাসরি প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনা করে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।