News71.com
 International
 09 Apr 16, 10:33 AM
 655           
 0
 09 Apr 16, 10:33 AM

ফের দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা ছুড়ল এক যুবক ।।

ফের দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা ছুড়ল এক যুবক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সংবাদ সম্মেলন চলাকালীনই দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা ছুড়ল এক যুবক। শনিবার বিকেলে ভারতের নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে জোড়-বিজোড় তত্ত্ব মেনে রাজধানীতে ফের গাড়ি চলাচলের বিষয়ে বক্তব্য রাখছিলেন কেজরিওয়াল। ঠিক সে সময়ই মধ্যবয়সী এক যুবক নিজের পায়ের জুতা খুলে কেজরিওয়ালের দিকে ছুঁড়ে দেন। যদিও লক্ষ্যভ্রষ্ঠ হয় সেই জুতা ।

ধরা পড়ার পরই অভিযুক্ত যুবক অভিযোগ করেন দিল্লিতে জোড়-বিজোড় তত্ত্ব মেনে গাড়ি চলাচল শুরুর আগে ভুয়া সিএনজি স্টিকার সরবরাহ করা হচ্ছিল। এই ঘটনার পরই সিএনজি স্ক্যাম নিয়ে আপের বিরুদ্ধে একটি স্টিং অপারেশন করা হয়। স্টিং অপারেশনের সিডিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন ওই যুবক ।

উল্লেখ্য, জোড়-বিজোড় তত্ত্বে সিএনজি চালিত গাড়িগুলিকে ছাড় দেওয়া হতো। তারই সুবিধা নিয়ে একাধিক গাড়িতে সেই স্টিকার লাগানো হচ্ছিল বলে অভিযোগ ঐ যুবকের ।

অন্যদিকে, কেজরিওয়ালকে জুতা ছোঁড়ার পরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে সেখানে উপস্থিত আপ’এর কর্মী-সমর্থকরা। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলেন, আটক ব্যক্তির নাম বেদ প্রকাশ(২৬)। সে আম আদমি সেনা’র সদস্য বলে । এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন