আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ ইয়েমেনে আজ কমপক্ষে ২০ জন সরকারি সৈন্যকে অপহরণ করে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ সেনা ।
স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দার বলেন, সরকারি সেনাবহর আহবার শহর হয়ে এডেনের দক্ষিণ বন্দর থেকে পূর্ব ইয়েমেনের আল মাহরা প্রদেশের দিকে যাচ্ছিল। এসময় তাদের অপহরণ করা হয়। আবিয়ান প্রদেশের এ শহরটি আল কায়েদার নিয়ন্ত্রণে রয়েছে । অপহৃত সৈন্যরা প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। তাদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয় এবং ফায়ারিং স্কয়াড দিয়ে হত্যা করা হয়। এছাড়া কিছু সৈন্য স্থানীয় উপজাতি জনগোষ্ঠির সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।
একটি সামরিক সংস্থা বলেছে, আল-কায়েদা যোদ্ধারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ইয়েমেনের আল-কায়েদার অঙ্গ সংগঠন আনসার আল সারিয়াহ পরবর্তীতে এক বিবৃতিতে এ হামলার দায় অস্বীকার করেছে। তারা এ ঘটনায় স্থানীয় সশস্ত্র গ্রুপ আলী-আকিলকে দোষারোপ করেছে।