News71.com
 International
 11 Apr 16, 11:04 AM
 641           
 0
 11 Apr 16, 11:04 AM

ম্যানহোল হয়ে গেল বাসস্থান ।।

ম্যানহোল হয়ে গেল বাসস্থান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পরিত্যক্ত ম্যানহোলে আটকা পড়ে মানুষকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা প্রায় শোনা যায়। অথচ সেই ম্যানহোল কিনা এখন মানুষের বাসস্থান! শুনতে অবাক লাগলেও এমন ঘটনার জন্ম দিয়েছেন আর্টিস্ট বিয়ানকোশক। ইতালির মিলানের কিছু পরিত্যক্ত ম্যানহোলকে তিনি বদলে দিয়েছেন আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুমে।

মিলানের লোদি এলাকার পরিত্যক্ত ম্যানহলগুলোই এখন রিয়ানকোশকের ভূগর্ভস্থ ক্ষুদ্র বাসস্থান। আর তার এই কাজের অনুপ্রেরণা হচ্ছেন সেসব মানুষ যারা রোমানিয়ার বুখারেস্টের নর্দমা ব্যবস্থাপনাকে বাসস্থানে রূপান্তর করার কথা ভাবছেন।

বিয়ানকোশক মোট তিনটি ম্যানহলকে বসবাসযোগ্য ভিন্নমাত্রিক ঘরে রূপান্তর করেছেন। এর মধ্যে একটি স্নানঘর, ছোট ছোট ব্যবহার্য সামগ্রী দিয়ে সাজানো একটি রান্নাঘর ও অন্য আরেকটি ঘর। এই সিরিজের নাম তিনি দিয়েছেন বর্ডারলাইফ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন