News71.com
 International
 11 Apr 16, 11:15 AM
 687           
 0
 11 Apr 16, 11:15 AM

গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ।।

গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আশ-শেইখ বলেছেন, গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে। দেশটিতে নারীদের গাড়ি চালানোর ওপর বিরাজমান নিষেধাজ্ঞাকে সমর্থন করে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, নারীদের গাড়ি চালানো বিপজ্জনক ব্যাপার । কারণ গাড়ি চালালে তারা শয়তানের খপ্পরে পড়ে। এ ছাড়া, দুর্বল চিত্তের মানুষরা নারী গাড়ি চালকদের অনিষ্ট করতে পারে ।

সৌদি গ্র্যান্ড মুফতি আরও দাবি করেন, সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে তাতে তারা কোথায় যাতায়াত করেন সে খোঁজখবর পরিবারের সদস্যরা আর রাখতে পারবেন না ।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ সেখানে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবত রয়েছে। ওয়াহাবি ফতোয়ার ভিত্তিতে দেশটিতে এ আইন কার্যকর করা হয়েছে। সৌদি আরবে কোনো নারী গাড়ি চালানোর দুঃসাহস দেখালে তাকে গ্রেফতার করা বা আদালতে চালান দেয়া হতে পারে। এমনকি এ অপরাধে তাদের বেত্রাঘাতও করা হতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন