আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও ইরান অচিরেই পুণরায় কুটনৈতিক সম্পর্ক স্হাপন করবে, এমনটাই আশাবাদ আমেরিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার রিয়াদে সফর করেন। কেরির এই সফরের সময় ইরান ও সৌদি আরবের বর্তমান সম্পর্ক উননয়ন গুরত্ব পায়। আমেরিকা মনে করে মধ্যপ্রাচ্যের চিরস্থায়ী শান্তির জন্য এই দুইপরাশক্তির এক সাথে পথচলা দরকার। উল্লেখ্য কেরির এই সফরের আগে হোয়াইটহাউজের এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র আশা করে সৌদি আরব অচিরেই পুণরায় তাদের তেহরান দূতাবাস চালু করবে।
উল্লেখ্য আলোচিত শিয়া নেতা নিমর আল নিমরের শিরচ্ছেদ করার পর সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে উত্তাল হয় গোটা ইরান।বিক্ষুব্ধ ইরানি জনতা তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায়। এতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাঁটল ধরে। পরিস্হিতি এতটাই নাজুক হয় যে সৌদি আরব তেহরানের সাথে তাদের সব কুটনৈতিক সম্পর্ক বাতিল করে তেহরান থেকে তাদের আস্তানা গুটিয়ে ফেলে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে রিয়াদ দাবী করেছে হামলার ঘটনায় তেহরানের গোপন প্ররোচনা ছিল।কিন্তু তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ওই ঘটনায় তাদের কোনো উস্কানি বা প্ররোচনা ছিল না।