আন্তর্জাতিক ডেস্ক : জার্মানীতে আশ্রয় নেয়া শরণার্থীদের মধ্যে ঢুকে পড়েছে আই এস। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। উল্লেখ্য সম্প্রতি জার্মান সরকার তার দেশে অনেক শরণার্থীদের আশ্রয় দিয়েছে। জার্মান সরকারের দেওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে ছদ্দবেশ ধারন করে নিজেদের সাধারন উদ্বাস্ত শরণার্থী সাজিয়ে জার্মানীতে ঢুকে পড়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী । ভবিষ্যতে সুযোগ বুঝে তারা যেকোন সময় নাশকতা করতে পারে এমন আশংকা করছে গোয়েনদারা।