আন্তর্জাতিক ডেস্ক : নিজের পোষ্য হারিয়ে গেলে, তাকে খুঁজে বের করার জন্যে তার মালিক কতদূর যেতে পারেন, তার নয়া নজির সৃষ্টি করল এক ষাঁড়ের মালিক। ঘটনাটি ভারতের বারাণসীর । এখানে সম্প্রতি মনোজ পাণ্ডের বাদশা নামের একটি পোষা ষাঁড় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়।
নিজের পছন্দের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিজের পোষ্যকে খুঁজে বের করতে বদ্ধপরিকর মালিক কাগজে, দেওয়ালে বিজ্ঞাপন দেন। বাদশা, অর্থাৎ নিখোঁজ ষাঁড়ের সন্ধান দিলে, ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেন তিনি
ষাঁড়ের মালিক তাঁর পোষ্যের খোঁজে সারা শহর জুড়ে পোস্টার দিয়েছেন। পোস্টারে পোষ্য সম্পর্কে সমস্তও তথ্য দিয়ে দিয়েছেন মনোজ বাবু । এছাড়া সারনাথ থানায় একটি নিরুদ্দেশ ডায়েরিও করেছেন তিনি । বাদশাকে হারিয়ে মনোজের মনে হচ্ছে, তিনি তাঁর সন্তানকে হারিয়ে ফেলেছেন। জন্ম থেকেই বাদশা তাঁদের সঙ্গে রয়েছেন, সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন মনোজ পান্ডে।