আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে অমিত শাহ পুন:নির্বাচিত হয়েছেন। দলের অভ্যন্তরে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন বলে সুপরিচিত। তবে অমিত শাহকে পুন:নির্বাচনে দলের বর্ষীয়ান নেতা আদবানি ও মুরলি মনোহর যোশি সহ সিনিয়র অনেক নেতার সায় নেই বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা মি. শাহকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেন।
বিজেপি ঘনিষ্ট সুত্র দাবী করেছে নতুন করে অমিত শাহকে বিজেপি সভাপতি পদে পুন:বহাল করায় মোদি বিরোধীদের সাথে প্রধানমন্ত্রীর দুরত্ব প্রকাশ্যে চলে এসেছে। এমনকি নয়া দিল্লির ১১, আশোকা রোডের বিজেপির সদরদফতরে মি. শাহকে দেয়া দলের সংবর্ধনা অনুষ্ঠান থেকেও বিরত থাকেন তারা। আদবানি-যোশি ও তাদের ঘনিষ্ট অনুসরিরা । তবে যে ভাবেই হোক আগামী ৩ বছর দল নিয়ে কোন চিন্তা করতে হবে না মোদিকে। কারন বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে কাছের লোক বলে পরিচিত অমিত শাহ'র হাতেই থাকল আগামী তিন বছরের জন্য বিজেপির প্রধানের দায়িত্ব ।