News71.com
 International
 24 Jan 16, 07:39 AM
 1176           
 0
 24 Jan 16, 07:39 AM

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারী দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।।

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারী দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।।

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারী দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওহামা জানিয়েছেন, দেশের মাটিতে জঙ্গি-কার্যকলাপ বন্ধ করতে হবে পাকিস্তানকে । সবার আগে পাকিস্তানে যে জঙ্গি-নেটওয়ার্ক রয়েছে, তা নষ্ট করতে হবে তাদের। ভারতের পাঠানকোটে ইন্ডিয়ান এয়ারবেজে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আমেরিকার রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারতকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের আঘাত সহ্য করতে হচ্ছে, এই ঘটনা তার আরও একবার তার প্রমান দেয়। অন্যদিকে, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও। সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, পাঠানকোট হামলার পর ভারত পাকিস্তানের কাছে যে দাবি জানিয়েছে, তা সঙ্গত। পাকিস্তানের উচিত জঙ্গীবাদ দমনে ভারতকে সর্বাত্মক সহযোগীতা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন