News71.com
 International
 16 Apr 16, 11:08 AM
 660           
 0
 16 Apr 16, 11:08 AM

তুরস্ক সীমান্তে শরণার্থী হঠাতে গুলি বর্ষণ ।।

তুরস্ক সীমান্তে শরণার্থী হঠাতে গুলি বর্ষণ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে শরনার্থী তাড়াতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সিরিয়ার আইএস ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে নতুন শরণার্থীরা তুরস্কে ঢুকতে গেলে তারা গুলি চালায়। হিউম্যান রাইটস ওয়াচ তুরস্ককে সিরীয় শরণার্থীদের ওপর গুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিদ্রোহী ও আইএসের মধ্যে নতুন এ সংঘর্ষে ৪৮ ঘন্টায় ৩০ হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে ।

মানবাধিকার সংস্থার শরণার্থী গবেষক গ্যারি সিম্পসন ইন্ডিপেন্ডেন্টকে বলেন, আইএস সংঘাতে নতুন এই শরণার্থীরা যখন তুরস্কে পাড়ি জমাতে চাইছে, তুরস্ক সমবেদনার পরিবর্তে তখন গুলি ব্যবহার করছে ।

ইকদাহ ক্যাম্পের একজন বাসিন্দা হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, 'আমরা প্রায় ২ হাজার মানুষ একসঙ্গে ছিলাম। তুরস্ক সীমান্তে যাওয়ার পর অপর পাশ থেকে আমাদের ওপর গুলি চালাতে থাকে ‍তুরস্ক সীমান্তরক্ষী বাহিনী। তারা আমাদের পা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে আমরা পেছনে চলে যাই। আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে আল-রিয়ান নামে অন্য একটি ক্যাম্পে যাই। এখন ভয়ে আছি। কারণ আইএস এই ক্যাম্পের খুব কাছাকাছি অবস্থান করছে। কিন্তু কোথায় যাব আমরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন