News71.com
 International
 14 Jan 16, 10:50 AM
 1409           
 0
 14 Jan 16, 10:50 AM

পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক ।। ১০ মার্কিন নাগরিক কে মুক্তি দিল ইরান

পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক ।। ১০ মার্কিন নাগরিক কে মুক্তি  দিল ইরান
নিউজ ডেস্ক : ইরানের হাতে আটক হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মুক্তি পেলেন ১০ মার্কিন নাগরিক। যার মধ্যে ৯ জনই মহিলা।ইরানি জলসীমায় প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের দুটি ছোট টহল নৌযান থেকে গত মঙ্গলবার এদের আটক করা হয়। কুটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে গতকাল বুধবারই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত বছর সম্পাদিত একটি চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে নানা ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা এখনো তেহরানের বরাত দিয়ে একটি সুত্র জানায় যুক্তরাষ্ট্রের নিয়মিত টহল নৌযান দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেলে ইরানের নৌবাহিনী তাদের আটক করে।আটক ১০ নাবিকের মধ্যে নয়জন নারী ও একজন পুরুষ। নাবিকরা দুটি নৌযান ব্যবহার করছিল।দুটি নৌযানই লম্বায় ৬৫ ফুটেরও কম এবং এতে তিনটি মেশিনগান রয়েছে। নৌযানে থাকা জিপিএসের তথ্যই বলছে, নৌযান দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। মার্কিন কর্মকর্তাদের দাবী কুয়েত থেকে বাহরাইন যাচ্ছিল ছোট এ নৌযান দুটি। এ সময় কারিগরি ত্রুটি দেখা দেখায় নৌযান দুটি ভুলপথে চলে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি গতকাল সিএনএনকে জানান, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাবিকদের মুক্তির বিষয়ে কথা বলেছেন এবং উভয় পক্ষ একটা সমঝোতায় উপনিত হয়েছেন । এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার জেনারেল আলি ফাদাভির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মার্কিন নাবিকদের আটকের বিষয়টি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদকে জানানো এবং যুক্তরাষ্ট্র এ ঘটনায় ইরানের কাছে ক্ষমা চেয়েছে। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি হোয়াইটহাউজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন