আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার আইএসের চ্যানেলে এ ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে বলে জানাগেছে। ভিডিওতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার স্বীকার স্থানগুলো দেখানো হয়। গত ১৩ নভেম্বরের ওই হামলায় ১৩০জন নিহত হন।
ভিডিওটিতে রিটেনের যে সকল আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জুগিয়েছেন তাদের ছবিও দেখানো হয়েছে। ভিডিওতে আবদেলহামিদ আবাউদের ছবিও দেখানো হয়।এই আবাউদ প্যারিস হামলার অন্যতম হোতা।
উল্লেখ্য প্যারিসে হামলার পর সেইন্ট-ডেনিসে পুলিশের এক অভিযানে বেলজিয়ামের নাগরিক আবাউদ নিহত হয়। ১৩ নভেম্বরের হামলায় অংশনেয়া সন্দেহভাজন নয় হামলাকারী হামলা পরবর্তী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন। তবে সনাক্তকৃত সন্দেহভাজন দুই হামলাকারী এখনো পলাতক রয়েছে বলে জানাগেছে ।