নিউজ ডেস্কঃ ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে ভারতের বিজয় কেতন উড়িয়ে গিনেস বুকে নাম লেখালেন ২০ বছরের আকৃতি হির। ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট এক গ্রাম, সুলিয়ালিতে জন্ম আকৃতি হিরের। পাহাড়ি অঞ্চলে জন্ম হওয়ায় ছোট বেলা থেকেই পাহাড় চড়তে পারদর্শী হিমাচলের এই পাহাড়ি কন্যা।
১৮ বছর বয়সে ১৬ হাজার ফিট পর্বতশৃঙ্গে পা রেখেছিল আকৃতি। কেদার ডোম পর্বত শিখরে পা রেখেই ঠিক করেছিলেন, 'এখান থেকে আর নামবেন না, আরও উঠবেন'। ২ বছরের চেষ্টায় ১৮ হাজার ৫১০ ফুট উচ্চতায় ইউরোপের মাউন্ট এলব্রুসে পৌঁছলেন 'হিমালয়ান হির'। আকৃতিই ভারতের প্রথম কন্যা, যিনি এই নজির স্থাপন করেছেন।
এ ব্যাপারে আকৃতি হির বলেন, "পর্বতারোহণ আমার স্বপ্ন। আমি পৃথিবীর সাত সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে চাই, আর তার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা আমি পার করব"।