News71.com
 International
 25 Jan 16, 04:22 AM
 990           
 0
 25 Jan 16, 04:22 AM

চীনের উপর নজরদারি বাড়াতে ভিয়েতনামে স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন তৈরি করবে ভারত।।

চীনের উপর নজরদারি বাড়াতে ভিয়েতনামে স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন তৈরি করবে ভারত।।

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি স্যাটেলাইট ট্র্যাকিং ও ইমেজিং সেন্টার স্থাপনের উদ্দোগ নিয়েছে ভারত। মুলত চীন এবং দক্ষিণ চীন সাগরসহ ভারতীয় ভূখণ্ড সংলগ্ন আশপাশ অঞ্চলের উপর গোয়েন্দা নজরদারির লক্ষে এ স্যাটেলাইট ট্র্যাকিং ও ইমেজিং সেন্টারটি কাজ করবে। পাশপাশি ভিয়েতনামও তাদের প্রয়জন মত ছবি ও তথ্য পাবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের এই উদ্যোগের ফলে ভিয়েতনামের সাথে ভারতের বন্ধুত্ব আরো গভীর হলেও ক্ষুব্ধ হতে পারে চীন। কারন ভিয়েতনাম ও ভারতের সাথে চীনের দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ রয়েছে। ভারতের পক্ষ পথেরে সেন্টারটিকে কৃষি, পরিবেশগত ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহারের কথা বলা হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের উন্নত ইমেজিং প্রযুক্তির অর্থ হল এগুলো সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে।

উল্লেখ্য দক্ষিণ চীন সাগরের দখল ও অধিকার নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম বিশেষভাবে অত্যাধুনিক গোয়েন্দানজরদারি ও জরিপ প্রযুক্তির সন্ধান করছে বলে জানিয়েছেন তারা। সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ কোলিন কোহ বলেন, “সামরিকভাবে দেখলে এই উদ্যোগ পরিষ্কারভাবে উল্লেখযোগ্য।এটি ভিয়েতনামের দূর্বলতা পূরণের পাশাপাশি ভারতীয়দের আওতা বৃদ্ধি করবে।

ইতিমধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও (ISRO) ভিয়েতনামে এই তথ্যগ্রহণ কেন্দ্রটি স্থাপন করতে প্রয়োজনীয় তহবিলের প্রস্তুত রেখেছে। তারা এই প্রকল্পের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি এটি স্থাপনের কাজটিও করবে। ভিয়েতনানের হো চি মিন শহরে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এখান থেকে ভারতের উপগ্রহগুলোর উৎক্ষেপণ তদারকিও করা যাবে বলে জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আএসআরও।

ভারতের আন্দামান ও নিকোবার দ্বীপ ছাড়াও ব্রুনেই, ইন্দোনেশিয়ার বিয়াক এবং মরিশাসে আইএসআরও-র উৎক্ষেপিত উপগ্রহগুলোর ফ্লাইট প্রাথমিকভাবে ট্র্যাক করার ভূ-স্টেশন রয়েছ । ভিয়েতনামের ভূ-স্টেশনটি যুক্ত হলে এই সক্ষমতা আরো বাড়বে বলে দাবী করছে আএসআরও ( ISRO )

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন