আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বের মানুষ যখন আজকে ধরিত্রী দিবস পালন করছেন, তখন বিশ্ব নেতারা নিউইয়র্কে জাতিসংঘে ইতিহাস সৃষ্টি করছেন। সেখানে একশ’টিরও বেশি দেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি স্বাক্ষর করছে। আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে তারই প্রতিফলন ঘটাচ্ছেন তারা।
পৃথিবীর ইতিহাসে এটি একটি নতুন মোড়। এছাড়া কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে একই দিনে এতগুলো দেশের এক সঙ্গে স্বাক্ষর প্রদান হিসেবে এটি একটি রেকর্ডও হতে পারে। গত মাসে প্রেসিডেন্ট ওবামাও প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে মিলে ঘোষণা দিয়েছিলেন যে চীন ও আমেরিকা এই দুই দেশ এই দিনে (২২ এপ্রিল) প্যারিস চুক্তি স্বাক্ষর করবে। তারা বলেন আমরা আস্থাশীল যে এই ঐতিহাসিক এবং উচ্চাকাঙ্ক্ষী চুক্তি যত দ্রুত সম্ভব কার্যকর করতে বাকি দেশগুলোও একই কাজ করবে।
একটি অধিকতর সবুজ ভবিষ্যত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। দেশ ও নগরীর নেতারা জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নতুন নতুন উপায় উদ্ভাবন করছেন ও খাপ খাইয়ে নিচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা বিশুদ্ধ জ্বালানি অর্থনীতিতে বিনিয়োগ করছেন।
আগামি ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ২০০৫ মাত্রা থেকে ২৬-২৮ শতাংশ কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের দিকে দেশটি এগিয়ে যাচ্ছে।
পৃথিবীর ইতিহাসের সবচাইতে শক্তিশালী জ্বালানি অর্থনীতির মানদণ্ডের মাধ্যমে আমরা এই কাজ করছি। এছাড়াও, ২০০৯ সাল থেকে সৌর উৎপাদনের হার বিশ গুণ বৃদ্ধির মাধ্যমে এবং যন্ত্রপাতির জন্য জ্বালানি সংরক্ষণ থেকে শুরু করে শহরের বর্জ্যের গাদা থেকে মিথেন-সমৃদ্ধ গ্যাস নির্গমন হ্রাস পর্যন্ত সব কিছুর জন্য প্রস্তাবিত বিধিমালার মাধ্যমে আমরা আমাদের করণীয় করে চলেছি।
গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার মিলনস্থলে অবস্থিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের দরুণ বাংলাদেশ বিশেষভাবে অরক্ষিত। দেশটির ৬০০ কিলোমিটার উপকূলীয় অঞ্চল রীতিমত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়- বন্যা, ভুমিক্ষয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের দরুন জলোচ্ছ্বাস ইত্যাদি।
বাংলাদেশ এই প্রতিবন্ধকতার সামনে ঘুরে দাঁড়িয়েছে। “বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান ২০০৯” (বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ২০০৯) প্রণয়ন ও ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট তহবিল) প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বাৎসরিক বাজেটের ছয় শতাংশ জলবায়ু পরিবর্তন অভিযোজনে বরাদ্দের কারণে বাংলাদেশ পরিবেশ বিষয়ক কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে।
এ সব কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে জাতিসংঘের “চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ফর পলিসি লিডারশীপ” পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্যারিস চুক্তির ফলে ধরিত্রী দিবস সত্যিকারের আশার সঞ্চার করেছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। আমাদের, আমাদের সন্তান ও দৌহিত্র-দৌহিত্রীদের জন্য পরিবেশবান্ধব জ্বালানির ভবিষ্যৎ গড়তে আমাদের অবশ্যই প্যারিস সম্মেলন থেকে পাওয়া প্রেরণাকে ধরে রাখতে হবে।