News71.com
 International
 22 Apr 16, 12:15 PM
 704           
 0
 22 Apr 16, 12:15 PM

গোয়েন্দা গল্প নয়, আলেকজান্ডারের গুপ্তধন উদ্ধার ।।

গোয়েন্দা গল্প নয়, আলেকজান্ডারের গুপ্তধন উদ্ধার ।।

আন্তর্জারতিক ডেস্কঃ উত্তর ভারতের গুহায় আলেকজান্ডারের হীরার সন্ধান পেয়েছিলেন বাঙালি কর্নেল। সাংবাদিক সৈয়দ মুজতবা সিরাজ সম্পাদিত গোয়েন্দা কাহিনী ‘কর্নেল সমগ্র’-র ‘আলেকজান্ডারের হীরে’ গল্পে জানা গিয়েছিল সেই তথ্য। এবার বাস্তবেও খোঁজ মিলল আলেকজান্ডারের গুপ্তধন হিসেবে গচ্ছিত রাখা ধাতব সম্পত্তির।

চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলের উত্তর দিকের গালিল পার্বত্য অঞ্চল থেকে উদ্ধার হয়েছে একাধিক রূপার মুদ্রা এবং বেশকিছু রূপার গয়না। প্রায় আড়াই হাজার বছর আগেকার সেই সমস্ত গুপ্তধনের সন্ধান মিলেছে ওই পর্বতের ফাটলের মধ্যে।

একদল পর্বতারোহীর মাধ্যমে ওই দ্রব্যগুলির খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগ। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে প্রয়াত হওয়া গ্রিক সম্রাট আলেকজান্ডার এশিয়া এবং মধ্য প্রাচ্যে অভিযান চালিয়েছিলেন। শেষ জীবনে তিনি কাটিয়েছিলেন ব্যাবিলনে (বর্তমান ইরাক)।

কোন এক যুদ্ধের সময় উদ্বাস্তুরা এই মুদ্রা এবং অলঙ্কার ওই পাহাড়ে লুকিয়ে রেখেছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের।

অন্যদিকে ইসরায়েল প্রত্নতত্ত্ব বিভাগের অনুমান খানিকটা আলাদা। তাঁদের মতে, ‘আলেকজান্ডারের মৃত্যুর পর থেকে শুরু হওয়া অস্থিরতার সময় এই মূলব্যান সম্পদগুলো ওই এলাকার অধিবাসীরা ভালো সময়ের অপেক্ষায় লুকিয়ে রেখেছিলেন।’

বিবৃতি দিয়ে সরকারিভাবে এই তথ্য জানিয়েছেন ইসরায়েল প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা এইতান ক্লেইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন