আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৬৭ তম প্রজাতন্ত্র দিবস আজ মঙ্গলবার। দিল্লীর ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ । এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গত রবিবারই তিন দিনের সফরে ভারতে এসেছেন তিনি। দিবসটি উপলক্ষে সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মূহুর্তে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলছে। রাষ্ট্রপতি শ্রী প্রনব মুখোপধ্যায় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করছেন। ভারতীয় সেনা, বিমান ও নৌ বাহিনী, বিএসএফ, পুলিশ, সিআরপিএফ সহ সকল সামরিক আধাসামরিক বাহিনীর চৌকস দল কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। এসময় পৃথক পৃথক বাহিনী তাদের সমর সজ্জার কলা কৌশল ও নৈপুন্য প্রদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বানীতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসিকে অভিনন্দন জানিয়েছন ।
ভারত সরকারের সর্ববৃহৎ এ রাষ্ট্রীয় আয়োজনে ফ্রান্সের প্রেসিডন্ট ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেম ভারতের উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং, ভারত সরকারের মন্ত্রী সভার সদস্যবৃন্দ , বিভিন্ন দেশের রাষ্ট্রদুতগন, সর্ব ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী , বিজেপি সভাপতি শ্রী অমিত শাহ্ সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ ।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গতকাল জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। প্রণব মুখার্জি বলেন, সহিংস, অসহিষ্ণু এবং অপ্রয়োজনীয় শক্তির বিরুদ্ধে আমাদের নিজেদেরকেই লড়াই করতে হবে। কারণ অসহিষ্ণুতা আমাদের মূল্যবোধের আওতাভুক্ত নয়। তিনি বলেন, নারী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য গণতন্ত্র সমান হতে হবে। গণতন্ত্রে এটা নিশ্চিত করতে হবে।
প্রণব মুখার্জি বলেন, অবকাঠামো, উত্পাদন, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের ফলে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। এর ফলে আমরা ১০ থেকে ১৫ বছরের মধ্যে দারিদ্র্য দূর করতে পারব। পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। রাষ্ট্রপতি বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রের জন্ম হয় এবং সংবিধান প্রণীত হয়। আর এটা সম্ভব হয়েছিল উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের ওই প্রজন্মের যুদ্ধের ফলে। এর মাধ্যমেই ভারতে বৃহৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন উন্নয়নে গতি আনতে হাঁটতে হবে সংস্কারের পথে। দরকার আধুনিক যুগোপযোগী আইনও। ৬৭ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেওয়া ভাষণে এমনই বার্তা দিলেন রাষ্ট্রপতি
পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রণব মুখোপাধ্যায় বলেন, কথাবার্তার মাধ্যমেই একমাত্র সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তাই বলে, বুলেটের বর্ষণের বদলে শান্তি আলোচনা চলতে পারে না। জঙ্গি নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, এটা সমাজের বুকে ক্যান্সার ছাড়া কিছুই নয়। একতটা ধাঁরালো ছুড়ি দিয়ে একে তুলে ফেলে দিতে হবে। তিনি আরও বলেন, ভালো জঙ্গি বা খারাপ জঙ্গি বলে কিছু হয়না। সব জঙ্গিই এক। তাদের কোনও মতাদর্শ নেই।