ভারতীয় বিমান বাহিনীতে যোগ হচ্ছে ফ্রান্সের তৈরী অত্যাধুনিক ফাইটার জেট 'রাফাল'
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের কাছ থেকে ৩৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত। সকল অনিশ্চয়তা ও জল্পনা কল্পনার কাটিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচিত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি গতকাল সোমবার সই হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভারত সফরের দ্বিতীয় দিনে ৬০ হাজার কোটি রুপির এ চুক্তিটি স্বাক্ষরিত হল। উল্লেখ্য গত পাঁচবছর আগে ভারতে কংগ্রেস শাসনামলে দুই দেশের মধ্যে এ ফাইটার জেট কেনা নিয়ে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
ভারতের প্রজাতন্ত্র দিবসের এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ । এ উপলক্ষে তিন দিনের সফরে গত রোববার থেকে ভারতে অবস্থান করছেন ফরাসি নেতা ।তবে ভারতের মাটিতে পা রেখেই ওলাঁদ বলেছিলেন, রাফাল যুদ্ধবিমান নিয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তির আগে আরও আলোচনা প্রয়োজন। এতে করে গুঞ্জন শুরু হয়। অনেকে মনে করতে থাকেন চুক্তিটি খুবশিগগিরই হচ্ছে না।
বিমানবাহিনীর আধুনিকায়নে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কিনতে চাচ্ছিল বেশ কয়েক বছর আগে থেকে । ২০১২ সালে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তিও হলেও সুরাহা হয়নি বিমান কেনার । গত বছরের এপ্রিলে মোদির ফ্রান্স সফরে চুক্তিটি নতুন মাত্রা পায়। এরপর ওলাঁদের এই সফর ঘিরে প্রত্যাশা তৈরি হয় যে, এ দফাতেই হয়ত ভারত তাদের প্রত্যাশিত যুদ্ধবিমানের ছাড়পত্র পাবে।
চণ্ডীগড় থেকে গতকাল দিল্লিতে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ । বিমানবন্দর থেকে সোজা হাজির হন হায়দরাবাদে হাউজে। দিল্লির বিলাসবহুল রাষ্ট্রীয় অতিথিশালা হায়দরাবাদ হাউসে তাঁকে স্বাগত জানান খোদ ভারতের প্রধানমন্ত্রী মোদি। সেখানে দুই নেতার দীর্ঘ বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, দুই দেশ রাফাল যুদ্ধবিমান-সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় চুক্তিতে পৌঁছেছে । চুক্তির আর্থিক মূল্য ৬০ হাজার কোটি ভারতীয় রুপি। ওলাঁদ বলেন, কিছু আর্থিক বিষয় এখনো রয়ে গেছে। সেগুলো দুই দিনের মধ্যেই ঠিক করা হবে। কিন্তু এরই মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এমন একটি সময় দুই দেশ চুক্তিটি করল যখন জঙ্গিবাদ ফ্রান্স ও ভারত উভয় দেশকেই সজোরে নাড়া দিয়েছে। প্যারিসের গত ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভয়াবহ সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের ভিডিও প্রকাশ করা হয়। এদিকে পাঞ্জাবের পাঠানকোটে বিমানঘাঁটিতে গত ২ জানুয়ারির সন্ত্রাসী হামলার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে আবার ভারত প্রজাতন্ত্র দিবসে আইএস জঙ্গিদের হামলার হুমকি, এমন প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল দুই নেতাই কড়া হুশিয়রি দিলেন।
হায়দরাবাদ হাউসে বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘প্যারিস থেকে পাঠানকোট—সবগুলোই আমাদের জন্য চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে। এর বিরুদ্ধে লড়াই করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আইএসের ভিডিও প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এর আগে ফরাসি প্রেসিডেন্টও একই ধরনের বার্তা দেন। গত রোববার ছাড়া ওই ভিডিওতে নভেম্বরের প্যারিস হামলায় জড়িত সন্দেহভাজন নয় আইএস জঙ্গিকে দেখানো হয়। এতে ফ্রান্সসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটভুক্ত দেশগুলোকে হুমকিও দেওয়া হয়। ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ সাংবাদিকদের বলেন, এই হুমকি দেয়া ভিডিও ফ্রান্সকে সন্ত্রাসবিরোধী লড়াই থেকে বিচ্যুত করতে পারবে না। কোনো হুমকিই ফ্রান্সের সন্ত্রাসবিরোধী লড়াইকে টলাতে পারবে না।’
উল্লেখ্য যুদ্ধ বিমানে কেনার বাইরেও দুই দেশ আরও ১৩টি চুক্তিতে সই করেছে। এর মধ্যে রয়েছে রেলওয়ে ইঞ্জিন, মহাকাশ প্রযুক্তি, স্মার্ট শহর এবং সৌর ও পারমাণবিক বিদ্যুৎ চুক্তি।