নিউজ ডেস্ক : প্রচন্ড তুষার ঝড়ে দক্ষিণ কোরিয়ার হাওয়াই খ্যাত র্পযটন দ্বীপ জেজুতে গতকাল সোমবার প্রায় ৯০ হাজার লোক আটকা পড়েছে। দ্বীপটিতে তিন দশকের মধ্যে এ বছরই সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় আঘাত হেনেছে। এই ঘটনায় গতকাল থেকে টানা তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
বেশ কয়েকটি সৈকতের জন্য দক্ষিণ কোরিয়ার হাওয়াই হিসেবে পরিচিত এই দ্বীপটির আবহাওয়া সাধারণত উষ্ণ থাকে। কিন্ত এবার জেজুতে এক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। এ সময় দেশটি কম তাপমাত্রার দিক দিয়ে রেকর্ডও সৃষ্টি করেছে। শনিবার থেকে জনপ্রিয় এই অবকাশ যাপন কেন্দ্রটিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত শুরু হয়েছে।এ সময় তাপমাত্রা হ্রাস পেয়ে হিমাঙ্কের ৬.১ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। পরিবহন মন্ত্রণালয় জানায়, ভারী তুষারপাত ও শক্তিশালী বাতাসের কারণে জেজু আন্তর্জাতিক বিমানবন্দরটি গত তিনদিন ধরে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
গত এক সপ্তাহে প্রায় ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে স্থানীয় বিমানবন্দরে। এতে দ্বীপটিতে বেড়াতে আসা প্রায় ৮৬ হাজার লোক আটকা পড়েছে।হোটেল গুলোতো দেখা দিয়েছে আবাসন সংকট। কয়েক হাজার মানুষ প্রচন্ড ঠান্ডার মধ্যে বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হয়েছে। প্রচন্ড ঠান্ডা মেঝে এড়াতে কার্ডবোর্ড বাক্সের ওপর কম্বল ভাঁজ করে পেতে তার ওপর রাত কাটায়। রাজধানী সিউলে তুষারপাত না হলেও রোববার সেখানে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে ।শনিবার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা সিউলে শৈত্য প্রবাহের সতর্কতা সংকেত জারি করে। পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার বার্তাটি জারি করা হয়।