আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় গত বছরের অক্টোবর থেকে শুরু করে প্রায় ৭২ হাজার মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আবার ১৩ হাজারই গর্ভবতী নারী। তবে দেশটিতে এখন এই ভাইরাসের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে।
এ পর্যন্ত দেশটিতে বহু শিশু জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের কারণে সদ্যজাত শিশু ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগের কারণে শিশুদের মস্তিস্কের স্বাভাবিক গঠন এবং বুদ্ধি বিকাশ ব্যাহত হয়। এ পর্যন্ত চার শিশু এই ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া আরও ২২ শিশু মাইক্রোসেফেলিতে আক্রান্ত হয়েছে বলে কেস অন্তর্ভূক্ত হয়েছে। এ মাসে মার্কিন স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করেছে যে জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি এবং মস্তিস্কে মারাত্মক সমস্যা দেখা দেয়।