আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস শাসিত অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত হয়েছে।গতকাল দেশটির ৬৭ তম প্রজাতন্ত্র দিবসের দিনে সংক্রান্ত্ নির্দেশনায় স্বাক্ষর করেণ রাষ্ট্রপতি প্রনব মুখার্জি। উল্লেখ্য অরুনাচলে রাষ্ট্রপতির শাসন জারি নিয়ে গত বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।এদিকে অরুনাচলে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্তকে মানছেনা কংগ্রেস। আজ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছেন তারা ।
গত বেশকিছুদিন ধরে অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি ও তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা কালিখো পুলের ক্ষমতা দখলের লড়াইয়ে রাজ্যের শাসন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত দেড় মাস ধরে অরুণাচল বিধানসভায়ও চলছে অচলাবস্থা চলছে। আর এই পরিস্থিতিকে সাংবিধানিক সংকট বলে বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে। পাল্টা কংগ্রেস-সহ বিরোধীদলগুলি এই সুপারিশকে সংসদীয় গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেছে।