News71.com
 International
 27 Jan 16, 02:09 AM
 990           
 0
 27 Jan 16, 02:09 AM

মোদির মন্ত্রীসভায় বড় ধরনের রদবদলের সম্ভবনা।।

মোদির মন্ত্রীসভায় বড় ধরনের রদবদলের সম্ভবনা।।

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার ১৯ মাস পর মোদির মন্ত্রীসভায় পরিবর্তনের আভাষ মিলছে।ইতিমধ্যেই মন্ত্রিদের কাজের রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী । আজ সন্ধে সাড়ে ৬টায় সংসদের অ্যানেক্স বিল্ডিং-এ মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন এনডিএ সরকারের ৬৩ জন মন্ত্রীই।

আজকের সভায় প্রধানমন্ত্রীর কাছে নিজের দপ্তর বা মন্ত্রকের কাজের খতিয়ান পেশ করবেন এনডিএ মন্ত্রীরা । ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছেন, তার অগ্রগতির রিপোর্টও এই বৈঠকে পেশ করতে বলা হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখার পর মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর বেশ কয়েকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে পাঠানো হতে পারে সংগঠনে। আবার সংগঠন থেকে কয়েকজন স্থান পেতে পারেন মোদির মন্ত্রিসভায়। তবে এই রদবদলে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট হয়নি। অনেকের ধারনা বাজেটের আগে এই পরিবর্তন নাও হতে পারে। তাদের মতে মন্ত্রীসভায় রদবদল হবে জাতীয় বাজেটের পরেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন