News71.com
 International
 27 Jan 16, 02:34 AM
 1006           
 0
 27 Jan 16, 02:34 AM

মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে । কোনপ্রকার সরকারি হস্থক্ষেপ থাকা চলবেনা।।র

মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে । কোনপ্রকার সরকারি হস্থক্ষেপ থাকা চলবেনা।।র

নিউজ ডেস্ক : ব্যক্তি স্বাধীনতা রক্ষার ওপর জোর দিলেন রতন টাটা। তিনি বলেন দেশকে এগোতে হলে দেশবাসীকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে। সপ্রতি একটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় টাটা সন্স-এর চেয়ারম্যান এমিরেটাস এসকল কথা বলেছেন। ভারতকে বর্তমান পরিস্থিতির উত্তরন ঘটিয়ে আগামি দিনে অধিক উন্নতি করতে হলে অবশ্যই দেশের মানুষের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকতে হবে। তিনি মনে করেন সরকার নজরদারি, তদারকি করতেই পারে । কিন্তু দেশের মানুষকে কী করতে হবে, তা বলে দেবে না। এ ব্যাপারে কোনও ভূমিকাই সরকারের থাকা উচিত নয়। ভারতকে সামনের দিকে এগতে হলে দেশবাসীকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে এই ব্ক্তব্যের উপর জোর দেন রতন টাটা।

আগামী দিনে পড়ুয়ারা যে পেশাই বেছে নিন, সেখানে তাঁদের সততার পথে থাকতে আবেদন করেন টাটা। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে চলার পথে এমন অনেক কিছু দেখবেন, যা কলেজে দেখেননি। তিনি বলেন নিজের ভাবনাচিন্তায় সৎ থাকুন। কথাটা যে কোনও পেশার ক্ষেত্রেই সত্যি। ভারতবর্ষের অনেক মানুষ মৌলিক স্বাস্থ্যসুরক্ষা, পরিষেবা পায় না। প্রতিবন্ধীদের সামাজিক দূর্ভোগের শিকার হতে হয় বলে অভিমত জানান টাটা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন