News71.com
 International
 27 Jan 16, 03:39 AM
 1048           
 0
 27 Jan 16, 03:39 AM

ফ্রান্সের পারমাণবিক বর্জ্য স্থাপনায় পাথর ধস হতাহত ২

ফ্রান্সের পারমাণবিক বর্জ্য স্থাপনায় পাথর ধস হতাহত ২

 

নিউজ ডেস্ক : ফ্রান্সে নির্মানাধীন একটি পারমাণবিক বর্জ্য স্থাপনায় পাথর ধসে ১ জন নিহত ১ জন আহত হয়েছে। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে রাজধানী প্যারিস থেকে ২২৩ কিলোমিটার পূর্বে বুরেতে অবস্থিত নির্মানাধীন পারমানবিক বর্জ্য স্থাপনায় আজ বুধবার পাহাড় থেকে বিশাল পাথরের একটি অংশ আকস্মিক ধসে পড়ে। এসময় বর্জ্য স্থাপনার নির্মান কাজে নিয়োজিত দুইজন গুরুতর আহত হন। পরে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উল্লেখ্য দূর্ঘটনার সময় চ্যানেলেটিতে কোনো পারমাণবিক বর্জ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখছে সরকার ।

ইতিমধ্যেই সতর্কতা স্বরূপ ঘটনাস্থল থেকে সকল স্থাপনাকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে । ভূগর্ভে তেজস্ক্রিয় বর্জ্য রাখার জন্য স্থাপনাটিতে পরীক্ষা চালানো হচ্ছিল বলে জানাগেছে ।এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হচ্ছে।

পরমাণু শক্তি ব্যবহার করে ফ্রান্সের বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এসকল কেন্দ্রের বিপজ্জনক বর্জ্য গুলো রাখার জন্য দেশটির বুরের এই ভূগর্ভস্থ গুদামটি তৈরি করা হচ্ছিল বলে জানা গেছে। আগামী ২০২৫ সালে প্রকল্পটি চালু হওয়ার কথা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন