আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২৬/১১ মুম্বই হামলার মুল চক্রী লস্কর-ই-তৈবার কমান্ডার জাকিউর রহমান লকভি সহ ৬ জনের কণ্ঠস্বরের নমুনা চেয়ে পাকিস্তান সরকারের আর্জি খারিজ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির আড়ি পেতে শোনা বার্তার সঙ্গে মুম্বাই নাশকতার ওই অভিযুক্তদের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চেয়েছিল দেশটির সন্ত্রাস দমন আদালত। সেজন্যই পাকিস্তান সরকারের কাছে নমুনা চাওয়া হয়েছিল । মুম্বই হানা মামলার সাত সন্দেহভাজনের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ওই নমুনা সন্ত্রাস দমন আদালতে পেশ করার কথা । কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট পাক সরকারের পিটিশন মঞ্জুর করেনি। ফলে পাকিস্তানে ২০০৯ সাল থেকে সন্ত্রাস দমন আদালতে চলতে থাকা বিচার প্রক্রিয়া ফের ধাক্কা খেল।
২০০৮ সালের ২৬ নভেম্বর শুধু মুম্বাই বাসীর জন্য নয় ভারতসহ গোটা বিশ্বের কাছে এটা একটি বিভিষিকাময় দিন। ভারতের বানিজ্যিক রাজধানি মুম্বাই এদিন রক্তাক্ত হয়েছিল পাকিস্তানের জঙ্গী গোষ্ঠির হাতে। মুম্বাই তাজ প্যালস হোটেল, নরিমন হাউজ, ছত্রপতি শিবাজী টারমিনাস (CST) মেট্রা সিনেমা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থানে একসাথে হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বা। দীর্ঘ ৫৯ ঘন্টা ধরে চলে এই হামলা। হামলায় ২২ জন বিদেশি নাগরিক সহ মোট ১৬৬ জন নিহত হন। ভারতীয়দের দাবী আই এস আইয়ের মদদে লস্কর এ হামলা চালায় । হামলার সময় প্রতিকুল পরিস্হিতিতে ভারতীয় কর্তৃপক্ষ (NSG)বুদ্ধির পরিচয় দেয়। উদ্ধার অভিযান বিলম্বিত হলেও তারা আমির আফজাল কাসাব সহ দুই হামলাকারী পাকিস্তানী নাগরিককে জীবিত আটক করতে সক্ষম হয়। পাকিস্তানের সামনে ঘটনা অস্বীকারের আর কোন পথ থাকে না।
আন্তর্জাতিক চাপে কোনঠাসা হয়ে অনেকটা বাধ্য হয়ে পাকিস্তান সন্ত্রাস দমন আদালত স্থাপন করে ঘটনার মুল পরিকল্পনাকারীদের বিচার প্র ক্রিয়া শুরু করে। এরপর ২০১১ ও ২০১৫ সালেও লকভির গলার আওয়াজের নমুনা সংগ্রহের প্রসঙ্গটি নিম্ম আদালতে নাকচ হয়ে গিয়েছিল। তখন কারণ দেখানো হয়েছিল যে, পাকিস্তানে এমন কোনও আইন নেই যা অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সম্মতি দেয়। অবশেষে সন্দেহভাজনদের ফোনে আড়িপাতার ভারতীয় গোয়েন্দারা। তারা তথ্য হিসেবে সেটা যাচাইয়ের জন্য তুলে দেয় পাকিস্তান কতৃপক্ষকে।
পাক বাদী পক্ষের পিটিশনে বলা হয়েছ, ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলায় জড়িত সন্ত্রাসবাদী ও সন্দেহভাজনদের মধ্যে কথাবার্তা আড়ি পেতে রেকর্ড করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। রেকর্ড করা কথোপকথনে সন্দেহভাজনরাই মুম্বই হানায় অংশ নেওয়া জঙ্গিদের নির্দেশ দিয়ে চালিত করছিল বলে ধরা পডেছে। সরকার পক্ষের আইনজীবীরা সওয়াল করেন, এই হাই প্রোফাইল মামলার তদন্ত সম্পূর্ণ করার জন্য সন্দেহভাজনদের কণ্ঠস্বরের নমুনা খুবই জরুরি, অপরিহার্য।
আইনি প্রক্রিয়া পূরণ করতে আজমল কসাব, ফাহিম আনসারিকে পলাতক ঘোষণার জন্যও সরকারপক্ষ আবেদন করে। সরকারপক্ষের তরফে সওয়াল করা হয়, ভারতীয় কর্তৃপক্ষ দুজনকেই মুম্বই হানা মামলায় অভিযুক্ত বলে দেখিয়েছে। এই মামলার তদন্ত করা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-ও ওদের চাইছে। সুতরাং ওদের পলাতক ঘোষণা করা না হলে ওদের বিরুদ্ধে তদন্ত অসম্পূর্ণই থেকে যাবে। কিন্তু সেই আবেদনও নাকচ করে দেয় আদালত।
প্রসঙ্গত বলা প্রয়জন মুম্বাই হামলার পর ভারতীয় কুটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক অঙ্গনে একদম কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তান । আন্তর্জাতিক চাপে অনেকটা বধ্য হতেই তাদের সন্ত্রাস দমন আদালত গঠন করে বিচার শুরু করতে হয় এবং লকভি সহ মুম্বই হানার পরিকল্পনায় জড়িত অভিযোগে সাত লস্কর জঙ্গিকে গ্রেফতার করতে বাধ্য হতে হয়। গ্রেফতারকৃতরা গত ৬ বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছে পাকিস্তানের আদিয়ালা জেলে।