News71.com
 International
 28 Jan 16, 09:46 AM
 905           
 0
 28 Jan 16, 09:46 AM

মার্কিনরা হাসির পাত্রে পরিণত হয়েছে।।ভারত বিভিন্ন ক্ষেত্রে ভাল করছে : ডোনাল্ড ট্রাম্প

মার্কিনরা হাসির পাত্রে পরিণত হয়েছে।।ভারত বিভিন্ন ক্ষেত্রে ভাল করছে : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সামভব্য প্রাথী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এমনই এক বড় শক্তি যাকে সারা বিশ্ব সম্মান করে। কিন্তু আমরা হাসির পাত্রে পরিণত হয়েছি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য হিন্দুর।

সাক্ষাতকারে এশিয়ার ট্রাম্প আমেরিকাদের সম্পর্কে বিরূপ মলদোভার পোষন করলেও ভারতের প্রশংসা করেছেন। তিনি বলেন ভারত খুব ভালো কাজ করছে। আর এ বিষয়ে কেউ কথা বলছে না। লোকজন হঠাৎ চীন, ভারত বা অন্য দেশের কথা বলছে। এমনকি তা আর্থিক দৃষ্টিকোণ থেকেও। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেকটা নিচে নেমেছে। এটা খুবই দুঃখজনক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করলেও দেশটি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

এর আগেও ট্রাম্প বলেছিলেন, মোদির সঙ্গে তার সাক্ষাত হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট ভালো কাজ করছেন। ২০০৭ সালে সিএনএনকে দেয়া সাক্ষাত্কারের প্রসঙ্গ উল্লেখ করে রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, যেখানে চীনের সূচনা, সেখানে ভারতেরও সূচনা। আমি যা বলেছিলাম, সবই ঠিক হয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দিকে তাকান। সারা বিশ্ব আমাদের সম্মান করে। কিন্তু আমরা হাসির পাত্রে পরিণত হয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন