আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও কানাডা হাইকমিশনের ভিসাপ্রক্রিয়ার নিয়ন্ত্রণ ঢাকা থেকে সরিয়ে নেয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। দিল্লি ও সিঙ্গাপুর থেকে ভিসা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করায় সময় লাগছে বেশি। অন্য দিকে সাক্ষাৎকারের সুযোগ না থাকায় জরুরি প্রয়োজনের কথা হাইকমিশনগুলোকে জানানো যাচ্ছে না। মুলত অনিয়ম ও তদবিরের কারনে সৃষ্ট জটিলতা এড়ানোর জন্য একাজ করেছে দেশদুটি। ভিসা প্রক্রিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ ঢাকায় ফিরিয়ে আনার জন্য দুই দেশের সরকারকে কুটনৈতিক পর্যায়ে তাগাদা দিচ্ছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানাগেছে , ব্রিটেনের ভিসার জন্য এখন সাধারণ আবেদনকারীদের তিন সপ্তাহ সময় প্রয়োজন হয়। সরকারি কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য দরকার হয় অন্তত এক সপ্তাহ। আগে সরকারি পাসপোর্টধারীরা দু-এক দিনের মধ্যেই ব্রিটিশ ভিসা পেতেন। আর এখন তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।বর্তমানে ব্রিটেনে প্রায় ছয় লাখ বাংলাদেশি রয়েছেন। তাদের আত্মীয়-স্বজন ব্রিটেনে যাওয়া-আসা করতে সমস্যার মধ্যে পড়েছেন।
ব্যবসা-বাণিজ্য, শিক্ষা বা বিভিন্ন সেমিনারে যোগ দেয়ার প্রয়োজনে অনেককে নিয়মত যুক্তরাজ্য ও কানাডা যেতে হয়।
একটি দায়িত্যশীল সুত্র জানায় ব্রিটেন খরচ কমিয়ে আনার জন্য ভিসা প্রক্রিয়া দিল্লি থেকে নিয়ন্ত্রণের কথা বললেও এর পিছনে রয়েছে অন্যকারন। মুলত ভিসার তদবির থেকে রক্ষা পাওয়া ও অনিয়ম সামাল দেয়া। এ ছাড়া নির্বাচন ইস্যুতে বর্তমান সরকারের সাথে সৃষ্ট দূরত্বও একটা কারণ হতে পারে।