আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ।আগামি এক সপ্তাহের মধ্যে এ ধরনের একটি পরীক্ষা চালানো হতে পারে । স্যাটেলাইট ইমেজে এমন কিছুরই আলামত পাওয়া যাচ্ছে বলে দাবী জাপানি গোয়েনদাদের। ছবিগুলোর বিশ্লেষণে মনে হচ্ছে, পিয়ংইয়ং কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পশ্চিম উপকূলে তংচ্যাং-রি মিসাইল টেস্ট সাইটে অস্বাভাবিক কার্যক্রম পরিলক্ষিত হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি ওয়াশিংটন ও পিয়ংইয়ং হুমকি পাল্টা হুমকি দিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তজনা ছড়িয়েছে।এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার পরপরই এ প্রতিবেদন প্রকাশ করলো জাপান।
চলতি মাসের প্রথম সপ্তাহে পিয়ংইয়ং তাদের চতুর্থ পারমাণবিক পরীক্ষার পাশাপাশি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়। পারমাণবিক ও মিসাইল কর্মসূচির জন্য উত্তর কোরিয়ার ওপর বেশ আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
২০১২ সালের শেষদিকে সর্বশেষ দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। সে সময় দেশটি দাবি করে, তারা সফলভাবে কক্ষপথে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপণ করেছে। তবে বিশেষজ্ঞরা এ প্রচেষ্টাকে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল (আইসিবিএম) তৈরির চেষ্টা হিসেবেই দেখেছেন।
দক্ষিন কোরিয়ার পক্ষথেকে এ বাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার মিসাইল সাইটে তারাও অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করেছে বলে জানাগেছে ।