জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কর্মরত সংগঠন তরীর সাথে আজ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করছেন দক্ষিণ কোরিয়ার Yonsei university র ২৫সদস্যের একটি প্রতিনিধি দল।দলের টিম লিডার Yonsei university এর অর্থনীতি বিভাগের ছাত্র hanjun lee এর সাথে কথা বলে জানা গেল,তারা এখানে এসেছে মূলত সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া ও খেলাধূলায় উৎসাহিত করতে এবং সহযোগিতা প্রদান করতে।
এ বিষয়ে তরীর সহ সভাপতি মাসুদ চৌধুরী বলেন,এর মাধ্যমে এ সংগঠনের কর্মীরা অনুপ্রাণিত হবে এবং সবচেয়ে বেশি অনুপ্রাণিত হবে শিশুরা। দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে।