News71.com
 International
 28 Jan 16, 02:13 AM
 908           
 0
 28 Jan 16, 02:13 AM

গ্রিসে আবারও নৌকাডুবি।।শিশুসহ ৬ শরণার্থীর মৃত্যু

গ্রিসে আবারও নৌকাডুবি।।শিশুসহ ৬ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আবারও গ্রিসে নৌডুবির ঘটনায় শিশুসহ ৬ শরণার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দেশটির কোস দ্বীপে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে তাদের মৃত্যু হয়। নৌডুবির পর ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা একটি ছেলে শিশুসহ ছয়টি মৃতদেহ উদ্ধার করে। দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন শরণার্থী উদ্ধারকর্মীদের খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। নৌকা ডুবিতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য এই দুর্ঘটনার মাত্র পাঁচদিন আগেই কোস দ্বীপের কাছে কালোলিমনসে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় ২০ শিশুসহ ৪৫ জন শরণার্থী প্রাণ হারিয়েছে। গত বছর ১০ লাখেরও বেশি মানুষ নতুন জীবনের আশায় ইউরোপে পাড়ি দিয়েছে। এদের বেশির ভাগই যুদ্ধ-বিদ্ধস্ত সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সংকট নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে ইউরোপ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের শুরুতেই ৪৬ হাজারের বেশি শরণার্থী গ্রিসে পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন