News71.com
 International
 28 Jan 16, 02:21 AM
 867           
 0
 28 Jan 16, 02:21 AM

নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ কুর্দি বিদ্রোহী নিহত।। হত ৩ সেনা সদস্যও

নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ কুর্দি বিদ্রোহী নিহত।। হত ৩ সেনা সদস্যও

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলে নিরপত্তা বাহিনীর সদস্য দের হাতে ২০ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। অপরদিকে বিদ্রোহীদের পাল্টা হামলায় তিন তুর্কি সেনাও নিহত হয়েছেন। ঘটনার পর থেকে তুরস্কের কুর্দি অধ্যুষিত শহর দিয়ারবাকিরে জারি করা জরুরী অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, সান্ধ্য আইনের আওতায় থাকা দিয়ারবাকিরের সুর এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দের মধ্যেই শিশু ও বয়স্ক ব্যক্তিসহ শত শত স্থানীয় বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশের হেলিকপ্টারগুলো এ সময় মাথার উপর চক্কর দিচ্ছিল।

জানাগেছে মঙ্গলবার সিরীয় সীমান্তের কাছে সিজের শহরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১১ সদস্য এবং সুরে নয় সদস্য নিহত হয়েছেন। গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর থেকে এদের নিয়ে এই দুটি শহরে এ পর্যন্ত প্রায় ৬০০ পিকেকে সদস্য নিহত হলেন। সুরে বিদ্রোহীদের হামলায় তিন সেনা সদস্য নিহত হওয়ার খবরও জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর উপর হামলায় রাইফেল ও রকেট লঞ্চার ব্যবহার করেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। দিয়ারবাকিরের প্রাচীন এলাকা সুরে ২ ডিসেম্বর থেকে প্রায় ২৪ ঘণ্টা সান্ধ্য আইন বজায় রাখা হচ্ছে। বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে রোমান আমলের দেয়াল ঘেরা শহরের এ অংশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন