আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীদের হাতে ৫ পুলিশ কর্তা নিহত হয়েছ্ন । জানাগেছে পূর্বে থেকে ওৎপেতে থাকা মাওবাদীরা পুলিশের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক লোক নিহত হয়। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়।
বুধবারের এ হামলায় মাওবাদীরা শক্তিশালী ভূমিমাইনের বিস্ফোরণ ঘটায়। পরে তারা গাড়িবহর লক্ষ্য করে গুলিও চালায়।
ভারতের উপজাতি অধ্যুষিত এ রাজ্যের রাজধানী রাঁচি থেকে ১৯০ কিলোমিটার দূরের পালামৌ এ এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় ভূমিমাইন বিস্ফোরণে সাত জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা ও একজন চালক ও অপরজন গার্ড। হামলায় আহত হয়েছে আরো ছয় পুলিশ। বর্তমানে মাওবাদীদের ধরতে রাজ্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।