আন্তর্জাতিক ডেস্ক : এক অভিনব আইন করল পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া। দুই বিয়ে না করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে পূর্ব আফ্রিকার এই দেশটির আইনসভায় একটি নতুন আইন পাস করেছে।
আইনটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর থেকে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আইনটির ওই সফটকপি আরবিতে লেখা ছিল। এতে কোনো স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় বিয়ে থেকে বিরত রাখার চেষ্টা করলে তারও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
ইতিমধ্যেই ইরিত্রিয়ার গ্র্যান্ড মুফতির অনুমোদন নিয়ে আইনটি মানতে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ধর্মীয় ও আইনি বিষয়ে গ্র্যান্ড মুফতির বক্তব্যই দেশটিতে সর্বোচ্চ মূল্যায়ন পেয়ে থাকে।