আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবীর সাথে বিমান যোগাযোগ ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি বেসামরিক বিমান পরিবহন সেবায় ফ্রান্সের কাছ থেকে ১২টি সুপার জাম্বোসহ মোট ১১৮টি উড়োজাহাজ কেনার ব্যাপারে ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ২৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিটি বিমান ক্রয়ের একটি বড় চুক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অর্থের দিক থেকে এটাই দেশটির সর্ববৃহৎ চুক্তি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ফ্রান্স সফরের সময়ই এই চুক্তিটি সম্পাদিত হল।
ফরাসি এয়ারবাসের কাছ থেকে বিভিন্ন মডেলের উড়োজাহাজ কেনার ব্যাপারে চুক্তিটি হয়েছে। এরমধ্যে রয়েছে ৭৩টি বড় এবং ৪৫টি ছোট জেট। বড় উড়োজাহাজগুলোর মধ্যে ১২টি এ৩৮০ সুপার জাম্বোও রয়েছে। ইরানের এ৩৮০ মডেলের উড়োজাহাজ ক্রয় এয়ারবাসের জন্য একটি বড় ঘটনা। কারণ বিমান নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি দুই বছর ধরে বিশ্বের সবচে বড় যাত্রীবাহী এই মডেলের উড়োজাহাজ বিক্রির জন্য চেষ্টা চালিয়ে আসছে।