News71.com
 International
 29 Jan 16, 07:25 AM
 1149           
 0
 29 Jan 16, 07:25 AM

মার্কিন রনতরির ওপর দিয়ে উড়ল ইরানি ড্রোন আর নিচে দিয়ে ছবি তুলল সাবমেরিন

মার্কিন রনতরির ওপর দিয়ে উড়ল ইরানি ড্রোন আর নিচে দিয়ে ছবি তুলল সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে মোতায়েন একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর দিয়ে চালক বিহীন গোয়েন্দা ড্রোন বিমান উড়িয়েছে ইরান। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের বিশাল এলাকাজুড়ে যখন দেশটির নৌবাহিনী বার্ষিক মহড়া চালাচ্ছে তখনই ইরানের এই সাহসি পদক্ষেপ ।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যম জানায় আজ পারস্য উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উডে যায় ড্রোন । এসময় মার্কিন রনতরির একটি ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে। উল্লেখ্য একই সময়ে ওই মার্কিন যুদ্ধজাহাজের ছবি তোলা এবং এটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের গাদির শ্রেণির একটি সাবমেরিনও ওই জাহাজের একদম কাছাকাছি চলে গিয়েছিল।

অবশ্য পারস্য উপসাগরে মোতায়েন পঞ্চম মার্কিন নৌবহরের পক্ষ থেকে এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন